Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭: ২৭ বছর ধরে অচল থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু খাতে বন্ধ হয়নি টাকা নেয়া। অনেক দিক থেকেই অধিকার আদায়সহ নানা সুবিধা বঞ্চিত থাকার অভিযোগ শিক্ষার্থীদের। তাই রাকসু নির্বাচনের দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় গণস্বাক্ষরও গ্রহণ শুরু করা হয়েছে। সূত্র- যমুনা টিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ রাকসু আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। রাকসু নির্বাচন না থাকায় এর কোনো কার্যক্রম নেই দীর্ঘ সময় ধরে। শিক্ষার্থীদের দাবি নির্বাচিত নেতৃত্ব আর তৎপরতা না থাকলেও প্রতি বছর রাকসুর খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ঠিকই অর্থ আদায় করছেন কর্তৃপক্ষ।

রাকসুর পরে থাকা কক্ষগুলোকে ভাড়া দেয়া হয়েছে ক্যাম্পসের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনগুলোকে। সাবেক শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনাগ্রহের কারণেই ২৭ বছর ধরে বন্ধ রাকসু নির্বাচন। এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার তাই এরই ধারবাহিকতায় গণস্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান বলেন, রাকসু নির্বাচন সফল্যের দাবি হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীদের। তবে, পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে নির্বাচন অবশ্যই হবে।

টিএসি ভবন বর্ধিত করার পর সংস্কৃতি ভবনগুলো সরিয়ে নেয়া হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।