Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭: দেশের বাজারে এসেছে আসুসের নতুন ৩২ ইঞ্চি ২কে মনিটর। ভিএ৩২একিউ মডেলের এই মনিটরটি ২৫৬০ বাই ১৪৪০ রেজুলেশন সমৃদ্ধ, যার রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল। ফলে বেশি অনস্ক্রিন স্পেস এবং ডিটেইল ভিজুয়াল পাওয়া যাবে। আইপিএস টেকনোলজির কারণে পিক্সেলগুলো আরো বেশি শার্প মনে হবে।

এছাড়াও মনিটরটিতে রয়েছে ৪ ওয়াট স্টেরিও স্পিকার, যা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রদানে সক্ষম। আসুস এক্সক্লুসিভ গেম প্লাস মনিটরটিতে রয়েছে ক্রস হেয়ার এবং ট্রিমার ফাংশন। দীর্ঘ সময় গেম খেলার পরও চোখের ওপর প্রেসার না পরার জন্য রয়েছে ব্লু-লাইট সমৃদ্ধ আসুস আই কেয়ার ফাংশন।

রয়েছে এইচডিএমআই ডিসপ্লে, ভিজিএ পোর্ট, এসআরজিবি, গেম প্লাস মোড, রিডিং মোড এবং থিয়েটার মোড। মনিটরটিতে আরো রয়েছে ইউএসবি কানেক্টিভিটি যা ব্যবহারকারীকে দিবে অতি দ্রুত মোবাইল চার্জ করারও সুবিধা।

এতসব ফিচার সমৃদ্ধ মনিটরটির মূল্য মাত্র ৪৫,০০০ টাকা। এটি দেশের বাজারে এনেছে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মনিটরটি পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারগুলোতে। বিস্তারিত জানতে ভিজিট : https://globalbrand.com.bd।