Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ড. তোফায়েল আহমেদ – খােলা বাজার২৪। শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭: মন্ত্রী মর্যাদার দুইজন ব্যক্তি নির্বাচনী এলাকায় যাওয়ায় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারত। কিন্তু তারা তা করেনি, এটা তাদের ব্যর্থতা। তারপরও সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে বলা যায়। দৈনিক আমাদের অর্থনীতির সাথে আলাপকালে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এই সব কথা বলেন।মন্ত্রী-এমপিদের নির্বাচনে ভূমিকা রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুরের নির্বাচনের সাথে বাংলাদেশের অন্য এলাকার নির্বাচনের কোনো মিল থাকবে না।

কারণ ওটা এরশাদের এলাকা তাই ওখানে জাতীয় পার্টি জিতবেই। তাছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা একজন ভালো প্রার্থী। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ইসিকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এরশাদ ও রাঙ্গা তো ওখানে যাবেই, কারণ তারা ওখানকার ভোটার। তারা যদি তাদের নিজ বাড়িতে যায়, তবে তাদের কেউ আটকাতে পারবে না। এরশাদ তার বাড়ি থেকে বের হননি। মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা কিছুটা ঘুরাঘুরি করেছেন। এগুলো খুব একটা বড় ইস্যু না। একদম স্বভাবিক ঘটনা।