Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭:আমরা জানতে পেরেছি যে ঢাকা সিটির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর কাদের বলেছেন জনপ্রিয়তা দেখেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে। আমার কাছে মনে হয় বিষয়টি নিয়ে কিছুটা হলেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা গতকালকে আমরা যে নিউজগুলো দেখেছি সেখানে তো মনোনয়ন দেওয়ার বিষয়টা স্পষ্টই ছিলো। দেখার বিষয় হচ্ছে বিজিএমএ এর সভাপতি হচ্ছে একজন বিত্তবান মানুষ। আর ঢাকা হচ্ছে একটি দরিদ্র রাজধানী। তো দরিদ্র রাজধানীর জন্য বিত্তবান নগর পিতা হওয়াটা বিপদ জনক। এতে করে সাধারণ মানুষ উপকৃত কম হয়।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদ পত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাংবাদি, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, একজন বিত্তবান যদি নগর পিতা নির্বাচিত হন তাহলে তিনি শুধু বিত্তবানদের স্বার্থই দেখবেন। তিনি কখনো গরিবদের স্বার্থ দেখবে না। এমন হওয়াটাই স্বাভাবিক। একজন বিজিএমএ এর সভাপতি মেয়র হতে পারেন কিন্তু যারা রাজনীতি করে এসেছেন এমন কেউ হলে আরো ভালো হয়। আমার মনে হয় আওয়ামী লীগ বিষয়টা লক্ষ্য করবে। আওয়ামী লীগ যদি বলে থাকে যে, আমরা বাছাই করে দেবো তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে বিষয়টি আওয়ামী লীগ খুব সহজভাবে নিচ্ছে না। এটা অবশ্যই একটা শুভ দিক।

আফসান চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগকে একজন মেয়র প্রার্থী দেওয়া আগে অবশ্যই অনেক বেশি চিন্তা করে প্রার্থী দিতে হবে। কেননা যদি বিরোধী দলের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী থেকে বেশি ভোট পায় তাহলে সেটা অবশ্যই আওয়ামী লীগের জন্য একটি ক্ষতির কারণ হবে। আমার মনে হয় আওয়ামী লীগ অনেক চিন্তা করেই কোন প্রার্থীকে মনোনয়ন দেবে।