Wed. Sep 17th, 2025
Advertisements

(
খােলা বাজার২৪।শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭: ঘন কুয়াশার কারণে প্রায় ৮ঘন্টা পর স্বাভাবিক হয়েছে শাহজালাল বিমানবন্দরের বিমান চলাচল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা বিমান চলাচল বন্ধ ছিল।

এদিকে রাতে হঠাৎ ঘনকুয়াশা দেখা দিলে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেও রানওয়ে থেকে ফিরে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এছাড়া জেদ্দাসহ বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবস্থান করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত ৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিডিউল বিপর্যয়ে যাত্রীরা পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।