খােলা বাজার২৪।শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭: বাংলাদেশ ব্যাংকের ১৬৬৩টি ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ শূন্য পদে নিয়োগের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আসনবিন্যাসও দেয়া হয়েছে
প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ আছে।