Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: টাকা না দেয়ায় বছরের প্রথম দিন বিনামূল্যে বই পায়নি বরগুনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ গরীব অসহায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে অভিযোগটি অস্বীকার করেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক। আর জেলা প্রশাসক জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পহেলা জানুয়ারি সোমবার সকালে জেলা শিক্ষা অফিসার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে বই দিতে আসলে, বিতরণে টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন অভিভাবক। তাদের কথার কর্ণপাত না করেই শিক্ষকদের মনোনীত শিক্ষার্থীদের বই দিতে থাকেন তিনি।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রাইভেট না পড়লে পাস করা যায়না আর টাকা ছাড়া বই দিচ্ছেন না শিক্ষকরা।

এক শিক্ষার্থীরা জানায়, আমি বই আনতে গেছি আমার কাছে ৭শ’ টাকা চেয়েছে। টাকা না দিলে বই দেবে না আমাকে। আমি স্কুলে গেছিলাম কিন্তু টাকা না দিতে পারায় বই দেয় নাই। পরীক্ষার আগে স্যারেরা কয় প্রাইভেট পড়লে পাস করবে আর না পড়লে করবে না।

অভিভাবকরা বলেন, বই কেনার যদি তৌফিক থাকতো তাইলে সরকারি স্কুলে কেনো দিলাম।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলছেন ,অভিভাবকদের অভিযোগ পেয়েছেন তিনি। তবে যারা উপস্থিত ছিল তাদের সবাইকেই বই দেয়া হয়েছে।

বরগুনা গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, যারা ছিলো তাদের সবাইকে বই দেয়া হয়েছে। আমার জানা মতে কেউ ফিরে যায়নি।

বরগুনা জেলা প্রশাসক মোখলেছুর রহমান জানায়, টেলিফোনে অভিযোগ শুনে শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৪শ শিক্ষার্থী রয়েছে। অনেকের দাবি, বইয়ের জন্য তাদের কাছ থেকে সর্বনিম্ন ৫শ ও সর্বোচ্চ ৭শ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক।