খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: বছরের শুরুতেই নতুনভাবে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় ফ্রি বিজ্ঞাপন
প্রকাশের ওয়েবসাইট ‘cellbazaar.com’। সোমবার সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা
হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে ‘cellbazaar.com’-এর যাত্রা শুরু হলেও
২০১০ সালে প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে টেলিনর। এরপর ২০১৪ সালের জুনে
‘এখানেই.কম’ নামে স্থানান্তর হয় সেলবাজার। চলতি বছরের মে মাসে এখানেই.কমও
বন্ধ হয়ে যায়। পরে ২০১৭ সালের ১৮ অক্টোবর আমেরিকান প্রতিষ্টান ‘নেমজেড’ এটির
নিলাম আয়োজন করে। নিলামে বিভিন্ন দেশের ১৬ জন অংশ নিয়েছিল। সেখানে সর্বোচ্চ
দরদাতা হিসেবে বাংলাদেশি উদ্যোক্তা মো. মুক্তার হোসেন ডোমেইনটি পেয়ে যান। ২০
নভেম্বর ডোমেইনটি এই উদ্যোক্তার কাছে হস্তান্তর করে ডোমেইন বিক্রয়
প্রতিষ্টানটি।
মো. মুক্তার হোসেন জানান, সাইটটি সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে।
‘cellbazaar.com’-এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপন প্রকাশ করা যাবে।
সাইটটি গ্রাহকদের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত +৮৮০ ০১৯৭৯১৭২৭৯৭
হট লাইনের মাধ্যমে তথ্যসেবা দেবে। এছাড়া ই মেইল করা যাবে [email protected]
এই ঠিকানায়।