Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার,৭ জানুয়ারি, ২০১৮:  অ্যাপেলের সিইও টিম কুকের বেশ খ্যাতি ছিলো সময়মত পণ্য বাজারে ছাড়ার। কিন্তু তার অধীনে গত কয়েক বছর ধরেই অ্যাপেল বিভিন্ন পণ্য নির্ধারিত সময়ে বাজারে ছাড়তে ব্যর্থ হয়েছে বলে জানায় ফক্স নিউজ।

এই অবস্থা অ্যাপেল ও তার সিইও কুকের অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে। অনেকেই ধারণা করছেন পণ্য সরবরাহের এই বিলম্বতার কারনে বাজারে অ্যাপেল তার অবস্থান হারাবে।

২০১১ তে কুক সিইও হওয়ার পর অ্যাপেল তিনটি নতুন পণ্য বাজারে ছাড়ে। যার কোনটিই নির্দিষ্ট সময়ে বাজারে আসেনি। দ্য অ্যাপেল ওয়াচ ২০১৫ এর শুরুর দিকে বাজারে ছাড়ার প্রতিজ্ঞা করেছিলেন কুক। কিন্তু তা ঐ বছরের এপ্রিলে বাজারে আসে। ২০১৬ এর এয়ার পডস, ইয়ার বাডস এর একটিও বাজারে সময়মত উপস্থিত করাতে পারেনি অ্যাপেল।

গত বছর তাদের যে হোমপেড এসেছে তাও নির্দিষ্ট সময়ের অনেক পরে বাজারে এসেছে। এছাড়া অ্যাপেলের আই-পড প্রো এর জন্যে পেন্সিল এবং স্মার্ট কি-বোর্ড সরবরাহ করতেও কোম্পানি দেরি করেছে।

ওয়াল স্ট্রীট জার্নাল তাদের এক পরিসংখ্যানে জানায়, প্রতিটি পণ্য বাজারে ছাড়তে অ্যাপেলের গত ৬ বছরে গড়ে ২৩ দিন বিলম্ব হয়েছে। যা আগের ৬ বছরে ছিলো ১১ দিন।