Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার,৭ জানুয়ারি, ২০১৮: ফুসফুসের জটিল রোগে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা শওকত আলীকে শনিবার ভোর ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তার ছেলে আসিফ শওকত কল্লোল।

এর আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত শওকত আলীকে বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন শওকত আলী। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।