খােলা বাজার২৪। সোমবার,৮ জানুয়ারি, ২০১৮: মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটক ‘লাল জমিন’। রচনায় মান্নান হীরা, নির্দেশনা সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। শূন্যন রেপার্টরি থিয়েটারের ‘লাল জমিন’ নাটকটি সারাদেশে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এরই অংশ হিসেবে ৭ জানুয়ারি ১৮ খ্রি: সন্ধায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি ও জেলা প্রশাসক জনাব মো.খলিলুর রহমান এবং কালচারাল অফিসার আরজু পারভেজ এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা অডিটরিয়ামে মঞ্চায়িত হলো ‘লাল জমিন’।
‘লাল জমিন’ নাটকের গল্পে দেখা যায় তের ডিঙ্গিয়ে চৌদ্দ বছর ছুইঁ ছুইঁ এক কিশোরী কন্যার গল্প। কিশোরীর দু’চোখ জুড়ে মানিক বিলের আটক লাল পদ্মের জন্য প্রেম। তার কৈশরেই শোনে বাবা মায়ের মধ্যরাতের গুঞ্জন।
শুধু দু’টি শব্দ কিশোরীর মস্তকে আর মনে জেগে রয়, মুক্তি-স্বাধীনতা। ঐ বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। বাবা যুদ্ধে চলে যায় অগোচরে কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাবার আয়োজন করে, সশস্ত্র। বয়স তাকে অনুমোদন দেয় না। এবার কিশোরীর ছায়া প্রেম সম্মুখে দাড়ায়, কিশোরী তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধ যাত্রা………….
লক্ষে পৌছুবার আগেই পুরুষ যোদ্ধারা কেউ শহিদ হন, কেউ নদীর জলে হারিয়ে যান। পাচঁ যুবতীসহ যুদ্ধযাত্রী এই কিশোরীর জীবনে ঘটে নানা অভিজ্ঞতা। চৌদ্দ বছরের কিশোরীর ধবধবে সাদা জমিন যুদ্ধকালীন নয় মাসে রক্ত রাঙা হয়ে উঠে। ‘লাল জমিন’ কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লাল জমিন’।