Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুয়া উকিল নোটিশ পাঠানোর অভিযোগে খালেদা জিয়াকে এবার উকিল নোটিশ পাঠানো হবে।

শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। তিনি কাউকে পদ্মা সেতুতে উঠতে মানা করেছেন। পদ্মা সেতুতে কোথায় ভুল আছে তা যদি খালেদা জিয়া না দেখাতে পারে তবে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।