Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮: রাজধানীর মগবাজারে ১৬ তলা ভবনের বেজমেন্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের অপারেটর ফরিদ জানিয়েছেন, শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে ১১টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান।

তিনি বলেন, শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই ভবনের বেজমেন্টে আগুন লাগে। এটি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করে।