Sun. Oct 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮: বুধবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এর মধ্যে সোমবার বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে হিথ স্ট্রিকের শিষ্যরা। সিরিজে শ্রীলঙ্কার এটা হবে প্রথম ম্যাচ। কিছুদিন আগেও বিশ্ব ক্রিকেটে দাপুটে দল ছিলো শ্রীলঙ্কা।

১৯৯৬ এর বিশ্বকাপ জিতে নিয়েছিল অর্জুনা রানাতুঙ্গার ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট খেলা দলটি। কিন্তু গত বছরটা তাদের খুব বাজে গেছে। তবে নতুন দায়িত্ব নেয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের হাল ধরে বেশ কিছু পরিবর্তন এনেছেন। ২০১৭ সালের ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে যাত্রা শুরু করতে চাইছে শ্রীলঙ্কা। মিশন শুরু হচ্ছে ঢাকায়। ম্যাচের আগের দিন মঙ্গলবার শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ জানালেন, নতুন বছরে নতুনভাবে যাত্রা করতে যাচ্ছে শ্রীলঙ্কা।

লঙ্কান অধিনায়ক ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন,  ‘এটা নতুন বছর। ২০১৭ সালকে পেছনে ফেলে সবকিছু পুনরায় শুরু করবো। জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় ভালো করেছে। তারা ভালো দল। তাদের সব খেলোয়াড় দেশের জন্য খেলতে ফিরে এসেছে। ফলে তারা এখন আরো বেশি শক্তিশালী। এটা একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কিন্তু আমরাও সামনে এগিয়ে যাবো।’

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের হারের পরও তাদের হালকাভাবে নিতে রাজি নন ম্যাথুজ। কারণ, এই জিম্বাবুয়ের কাছে গেল বছরের মাঝামাঝি সময়ে ম্যাথুজের দলই ওয়ানডে সিরিজ হেরেছিল।