Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: তাইওয়ানের রাজধানী তাইপেতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর ১টা ৫৯ মিনিটে এটি আঘাত হেনেছে। তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পার্বত্য অঞ্চল বেইতু থেকে কয়েক মাইল দূরে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮৬ মাইল গভীরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবনগুলো কাঁপছিল। তাওইউয়ান, হুয়ালিয়েন, তাইচুং, সেন্ট্রাল হিসইনচু ও কিলাং শহরেও কম্পন অনুভূত হয়েছে।