Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: মেহেদী হাসান:  জগন্নাথ বিশ^বিদ্যালয় (জবি) ছাত্রলীগের কিছু কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছে জবি শাখা ছাত্রদলের এক কর্মী। খবর নিয়ে জানা যায়,  মারধরের শিকার সেই শিক্ষার্থীর নাম প্রদীপ রয়। তিনি জবির ফিন্যান্স বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১.৫০ এ তাকে ডেকে নিয়ে হামলা করে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল গ্রæপের কিছু কর্মী। প্রদিপের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,  ১৫-২০ জন তাকে মারধর করেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের রেজোয়ান নূর ও একই বিভাগের বহিষ্কৃত রাজিব বিশ্বাস উল্লেখযোগ্য বলে খোঁজ পাওয়া যায়।