খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: পারস্য উপসাগরীয় অঞ্চলে মহাকাশ বিজ্ঞানে ইরান প্রথম ও বিশ্বে ১১তম স্থানে রয়েছে। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোরতেজা বারারি এ তথ্য জানিয়ে বলেছেন, বিশ্বে ইরান নবম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এখন ইরান মহাকাশ অর্থনীতি পরিবর্তনের দিকে মনোযোগ দেবে। তবে গবেষণা উপগ্রহ তৈরি করতে পারলেও তার সঠিক ব্যবহার এখনো পুরোপুরি করার ব্যাপারে আরো অগ্রসর হওয়া প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
মোরতেজা বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরান মহাকাশ বিজ্ঞানে প্রথম সারিতে থাকলেও প্রায়োগিক প্রযুুক্তিতে আমাদের আরো পরিবর্তন ও রুপান্তর প্রয়োজন। কারণ মহাকাশ প্রযুক্তি কর্মসংস্থানেও ব্যাপক ভূমিকা রাখে।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান মোরতেজা আরো বলেন, ইরানের তরুণরা মহাকাশ বিজ্ঞান নিয়ে গভীরভাবে পড়াশুনা করায় তাদের এ অনুশীলন জিপিএস ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রযুক্তিতে অনেক সফলতা অর্জনে সহায়ক হয়েছে এবং এর সম্প্রসারণ আরো জরুরি। মেহর নিউজ