Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮:গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয়েছিল হরিয়ানার গায়িকা হর্ষিতা দাহিয়াকে। এ বার গলাকেটে খুন করা হল অপর জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতা শর্মাকে।

রোহতকের বানিয়ানি গ্রাম থেকে বৃহস্পতিবার মমতার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গলাকেটে ও কুপিয়ে মমতাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হরিয়ানার লোকগানের জন্যই নামডাক ছিল বছর চল্লিশের মমতার।

পুলিশের বরাদ দিয়ে শুক্রবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বানিয়ানি গ্রামের একটি মাঠের ধারে মমতার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় গভীর ক্ষত ছিল। ওই গ্রামেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বাড়ি।

মমতার পরিবারের দাবি, গত রোববার থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনও প্রচেষ্টা চালায়নি।

মমতার ছেলে ভরত জানিয়েছেন, রোববার সোনিপতের গহনায় একটি জলসায় গান গাওয়ার কথা ছিল তার মায়ের। ওই অনুষ্ঠানে যোগ দিতেই সকাল ৮টায় বাড়ি থেকে বের হন মমতা। সঙ্গে ছিলেন তার এক সহকর্মী মোহিত কুমার। সাড়ে ১০টার দিকে মোহিত ফোন করে ভরতকে জানান, মমতা তাদের গাড়ি ছেড়ে কয়েকজন লোকের সঙ্গে অন্য একটি গাড়ি করে চলে গিয়েছেন। ওই লোকেদের আগে থেকেই চিনতেন বলে মোহিতকে জানিয়ে গিয়েছিলেন মমতা। তার পর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।

পুলিশ জানিয়েছে, রোববার মমতা কাদের সঙ্গে দেখা করেছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার ফোনের কল লিস্টও পরীক্ষা করা হচ্ছে।

হরিয়ানায় গায়িকা খুনের ঘটনা প্রথম নয়। গত বছরও, আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল বছর বাইশের হর্ষিতা দাহিয়ার। তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। হর্ষিতার দিদি দাবি করেছিলেন, তার স্বামীই খুন করেছেন তার বোনকে।