অধ্যাপক ড. আবু আহমেদ – খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: আমেরিকাতে এটি মাঝে মধ্যে হয়ে থাকে। এর আগে বারাক ওবামার সময় হয়েছিল। রিপাবলিকান আর ডেমোক্রেট এক হতে না পারার কারণে বাজেট পাস হচ্ছে না। ট্রাম্পের সাথে ডেমোক্রেটরা দরকষাকষি করছে। তারা চাইছে, অবৈধ অভিবাসি বাজেট যেন পাশ না হয়। এর জন্য শাট ডাউন হয়েছে যুক্তরাষ্ট্র। এমনটি শুধু তাদের দেশে হয়। এই শাট ডাউন সিস্টেম আর কোনো দেশে নেই। এটি কোনো বড় সমস্যা নয়। আমাদের দেশের রাজনীতির সাথে তাদের মিলানো সম্ভব হবে না। তারা কখনো কখনো বিরোধী দল ও সরকারী দল একমত হয়ে কাজ করে।
যেটি দেশের বাজেটের জন্য জরুরি নয়, সেটি তারা বিরোধী দল চাইলেও বন্ধ রাখতে পারে। তাদের কালচার একটু ভিন্ন। তাদের দেশে তৃতীয় বা চতুর্থ কোনো দল হয় না। মাত্র দুটি দল আছে। এখন বাজেটটি আটকানোর কারণ হচ্ছে, যারা ইলিগেল সন্তান তাদের বৈধতা দিয়েছিল বারাক ওবামা। ট্রাম্প চাচ্ছে তাদের বের করে দিতে। কিন্তু ডেমোক্রেটরা চাচ্ছে তারা যেন থাকে। এটি বেশি দিন থাকবে না। সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অর্থনীতিতে এটির কোনো প্রভাব পড়বে না। তাদের অর্থনীতি অনেক শক্তিশালী।
পরিচিতি : অর্থনীতিবিদ