খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: দক্ষিণ আমেরিকার কলোম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি যাত্রীবাহী বাস রোববার খাদে পড়ে এক নবজাতকসহ কমপক্ষে ১৩জন নিহত হয়েছে।
কলম্বিয়ার নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি ইকুয়েডর সীমান্তের পাশেই অবস্থিত।
নারিনোর দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান জানিয়েছেন, হঠাৎ ভূমিধসে প্রায় ৫ হাজার ঘনমিটার পাথর ও মাটির ওই মহাসড়কের উপর পড়লে বাসটি পার্শবর্তী খাদে গিয়ে পড়েছে। দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বাসে থাকা নবযাতকসহ ১৩জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই তারা নিহত হয় বলে জানায় কর্মীরা। বাসে থাকা যাত্রীদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয় নি। রয়টার্স