Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, জাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি, তাই দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের ওই সময়টাতে ফিরে যে‌তে চায়। তিনি বলেন, জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আলো এসে‌ছে।

সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তি‌নি এসব কথা বলেন।

অনে‌কে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে, এ মন্তব্য করে এরশাদ বলেন, ঘটনা ঘ‌টে গে‌ছে। কিছু করা যা‌বে না। আমার খারাপ লা‌গে। ত‌বে জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আছে।তাই মৃত্যুর আগে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকার ক্ষমতায়।

এসময় তিনি আগামী ৫ ফেব্রুয়া‌রি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সবচেয়ে বড় আয়োজন হবে বলে জানান। যার বাজেট পাঁচ কোটি টাকা।

সূত্র: কালের কণ্ঠ, আজকের বাজার