Wed. Sep 24th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮: ইউরোপে ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণের জন্য তিনটি নতুন প্রশিক্ষণকেন্দ্র খুলছে ফেসবুক। সোমবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি এই ঘোষণা দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এ বছরে ডিজিটাল দক্ষতার জন্য ইউরোপে ৩টি প্রশিক্ষণকেন্দ্র খোলার পর পরবর্তী ২ বছরে এক মিলিয়নেরও বেশি লোককে প্রশিক্ষিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা। ব্লগ ও সোশ্যাল মিডিয়া পরিচালনায় যে প্রশিক্ষিতরা দক্ষতা অর্জন করে পরিচালক হিসেবে কাজ করবে বিভিন্ন জায়গায়।

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ায় ফেসবুক গতবছর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন। মূলত এই কারণেই স্পেন, পোল্যান্ড ও ইতালিতে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য অপারেটর তৈরি করত সক্ষম হবে ফেসবুক।

ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার শেরিল কারা স্যান্ডবার্গ রয়টার্সকে জানায়, মানুষ মনে করে যে ডিজিটাল বিপ্লব জনগণকে ছাড়িয়ে যাচ্ছে তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমরা ডিজিটাল দক্ষতার সাথে বিনিয়োগ করতে যাচ্ছি। যাতে মানুষকে তাদের বিনিয়োগে শতভাগ আস্থা রাখতে পারে। এই লক্ষ্যে ২০২০ সালের মধ্যে ফেসবুক এক মিলিয়ন মানুষ এবং ব্যবসায়ীক মালিকদের প্রশিক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্স