Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাকে শাস্তি পেতে হবে। কখনও ছাত্রলীগের ব্যাপারে আপোষ হয়নি, আর হবেও না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে, বিআরটিএর মোবাইল কোর্ট পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। এ বিষয়ে কোন আপোষ হবে না বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ যদি অপরাধী হয়, তাহলে তাদের শাস্তি আমরা দিয়ে আসছি। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ছাত্রদের থাকার প্রমাণ পায় তাহলে সেটার শাস্তি ছাত্রলীগকে অবশ্যই পেতে হবে। এ ব্যাপারে আমরা কোনো আপোষ করিনি। আর করবোও না।’

তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, ‘তারা কি সহায়ক সরকার চায়, নাকি নিরপেক্ষ সরকার চায় নাকি তত্ত্বাবধায়ক সরকার চায়? এ তিনটার কোনটা তারা চায়? এ ব্যাপারে তাদের নেতারা একেকবার একেক কথা বলে।’