Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হবে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারীর চ্যালেঞ্জ  বলে জানান বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক।

শুক্রবার মিরপুর -১৪ শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এই সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন এবং আমি সেভাবেই সব কিছু করেছি। ৩ বছরে হয়তো সব কিছু করা সম্ভব হয়নি, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সন্তুষ্ট। পুলিশের সকল শাখা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমি সব রকম সহযোগিতা পেয়েছি। পাশাপাশি হলি আর্টিজনের মাধ্যমে যে জঙ্গি বাদের উত্থান হয়েছিল তা আমরা দমন করতে পেরেছি।

সূত্র : চ্যানেল আই