Fri. Oct 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮: ২৬ জানুয়ারি, ২০১৮ তারিখে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ আয়োজিত ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮, ঢাকা আগারগাঁওস্থ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ এর আয়োজক কমিটির সভাপতি ও একাডেমীর ফেলো, প্রফেসর ড. মোঃ আলী আসগর । এছাড়া জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ এর সমন্বয়ক অধ্যাপক ড. নঈম চৌধুরী, সেক্রেটারী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারা দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ এবং উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।