Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮:  মেহেদী হাসান(জবি সংবাদদাতা) : বাড়ি যাওয়ার তাড়নায় কমলাপুর ষ্টেশনে রুবিনা আক্তার নামের এক শিক্ষার্থীর ট্রেনের নিচে চাপা পড়ে পা কাটা গিয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের ETO তে চিকিৎসারত। খোঁজ নিয়ে জানা যায়, রুবিনা আক্তারের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার ৮ নং ইউনিয়নে। তার বাবার নাম রবিউল ইসলাম। রুবিনা খুবই গরীব ঘরের সন্তান। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের বৃত্তি সহায়তায় জবিতে অধ্যয়ণরত। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর রেলস্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন তিনি। এসময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে হাঁটুর ওপর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। একটি রেলের ইঞ্জিন বদলের জন্য ইঞ্জিনটি ঘোরানো হচ্ছিলো তখন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ব্যাপারে আহত রুবিনা আক্তার বলেন, ‘আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম।’ কাছেই থাকা জবির ৪র্থ ব্যাচের সাজেদুল করিম সাজু তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।