খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার (২৯ জানুয়ারি) সারাদেশে ছাত্র ধর্মঘট করছে প্রগতিশীল ছাত্রজোট।
ধর্মঘট সফল করতে সাধারণ শিক্ষার্থীদের যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রজোট। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রজোট।
এদিকে উপাচার্যের কার্যালয়ে হামলার অভিযোগ এনে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীর বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্র সংসদ নির্বাচন দেয়াসহ বেশকিছু দাবিতে আন্দোলন করে আসছে প্রগতিশীল ছাত্রজোট। সূত্র: ডিবিসি নিউজ টিভি