Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বেসরকারী মহাকাশ সংস্থা স্পেস এক্স’র শক্তিশালী রকেট ফ্যালকন হ্যাভি। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সবচাইতে শক্তিশালী রকেট। অনেক আগেই ফ্যালকন হ্যাভি রকেট সম্পর্কে খবর প্রকাশিত হলেও এটা কতোটা শক্তিশালী সে সম্পর্কে কোন ধারণা ছিল না।

শনিবার স্পেস এক্স মহাকাশ সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে, ব্রান্ড নিউ রকেট ফ্যালকন হ্যাভি প্রথমবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি চালু হবে। ধনকুবের ও রকেট নির্মাতা এলন মাস্ক তার স্পেস এক্স ইন্ডাষ্ট্রিতে শক্তিশালী এই রকেট নির্মাণ করেন। এলন এটাকে প্রথম ও সবচাইতে শক্তিশালী রকেট বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফ্যালকন হ্যাভি রকেটি ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবে। তবে এই রকেটটি কতোটা শক্তিশালী সেটা জানতে চাইলে অবশ্যই আপনাকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্পেস এক্স’র অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়, ফ্যালকন রকেটে করে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো যাবে। যদিও মঙ্গলে পাঠানোর রকেট ভিন্ন আঙ্গিকের হয়ে থাকে কিন্তু বিএফআর নামক এই ফ্যালকন হ্যাভি রকেটটিতে করে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব। ইতোমধ্যে মোস্ট পাওয়ারফুল রকেট হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে নাসার ‘সাটার্ন ভি’ রকেট; এটি এ্যপোলো মুনে ল্যান্ডিংয়ের জন্য ব্যবহৃত হওয়ার পর ১৯৭০ সালে অবসর নেয়। সিএনএন