Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন ইসলামি সামরিক জোট ‘আরব ইত্তেহাদ’। আরব ইত্তেহাদের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালেকি এক বিবৃতিতে এ কথা বলেছেন। খবর: আল আরাবিয়া

তুর্কি আল মালেকির জানিয়েছেন, কোনো ধরণের বৈষম্য ছাড়াই এ মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে। তিনি ইয়েমের উত্তরাঞ্চলীয় শহর আদানে অব্যাহত সংঘর্ষের নিন্দা করে এ এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ও বৈধ সরকারের সঙ্গে আরব জোটের সহযোগিতাও থাকবে বলে জানিয়েছেন।।

তিনি বলেন, আমাদের যুদ্ধ হুথি বিদ্রোহীদের সঙ্গে। আর তাও অব্যাহত রাখা হবে। ইয়েমেনে মানবিক সহায়তা প্রেরণের জন্য আল হুজরা বন্দর খুলে দেওয়া হয়েছে। ইয়েমেনে মানবিক সহায়তাও অংশ নিয়েছে আরব ইত্তেহাদ। এছাড়াও যুদ্ধচলাকালীন সময়ে ২৭ জন শিশুকে বিদ্রোহীদের থেকে উদ্ধার করে বৈধ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।