Tue. Oct 14th, 2025
Advertisements

মাইনাস ওয়ান ফর্মুলার নীলনকশা এঁটেছেন শেখ হাসিনা : রিজভীখােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: নির্বাচনকে সামনে রেখে দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতেই মাইনাস ওয়ান ফর্মুলার নীলনকশা এঁটেছেন শেখ হাসিনা। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, ১/১১-এর থেকে শিক্ষা নেননি। যদি নিতেন তাহলে রাজনীতির এই বিপজ্জনক খেলায় মেতে উঠতেন না। দুঃশাসনের কালোরাত শেষ হয়ে এসেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে, বেগম জিয়ার মামলা নিয়ে কোনো হীন পরিকল্পনা করে থাকলে শেখ হাসিনার সরকার নিজেদের পতন থেকে আত্মরক্ষা করতে পারবে না।

তিনি বলেন, এদেশের মানুষ মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিরোধে অনড় প্রস্তুতি গ্রহণ করে আছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে মাইনাস করে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর বিএনপিকে মাইনাস করে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সরকারের মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, তাদের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণ হয় আদালতের রায় কী হবে তা তারা জানেন এবং আদালতকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চাচ্ছেন।