Sun. Oct 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার নারায়নগঞ্জের বন্দর উপজেলার এসএস শাহ্ রোডে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান ড. এম কামাল উদ্দিন জসীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের নারায়নগঞ্জ শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম ভূঁঞা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর  মো. সুলতান আহম্মেদ, মো. হান্নান সরকার ও শাওন অংকন এবং ব্যাংকের এজেন্ট অল ইন ওয়ান মোবাইল ব্যাংকের সত্ত¡াধিকারী মো. রতন দেওয়ান।