Fri. Oct 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: আজ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এবং হামদর্দ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা হামদর্দ ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।  

উক্ত সভায় উপস্থিত ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান কাজী গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ কে আজাদ খাঁন, বোর্ড অব ট্রাষ্টিজ-এর সদস্য লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অব.), ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, অধ্যাপক ডা. লিয়াকত আলী, এ টি আহমেদুল হক চৌধুরী,বোর্ড অব ট্রাস্টিজ-এর মহাসচিব এবং হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াসহ অন্যদের মধ্যে মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, মোতাওয়াল্লী ও হামদর্দের সিনিয়র পরিচালক মার্কেটিং ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ,পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ লে. কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অব:), পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব:), পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতাওয়াল্লী ও পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান প্রমুখ।