খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: গত নয় বছরে আওয়ামী লীগ যে নির্যাতন বিএনপির উপর করেছে, এটি সহ্য করার মতো নয়। তারা বিএনপির নেতা কর্মীদের কম গ্রেফতার করেনি। আবার বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি হাজিরার দিন বিভিন্ন নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রতিটি হাজিরার দিন বিনা কারণে, বিনা উসকানীতে ফেরার সময় বিএনপির কর্মীদের গ্রেফতার করা হয়। বিএনপির নতুন করে জাগরণের কিছু নেই। দেশের বিভিন্ন সমস্যায়, দেশের মানুষের সমস্যায়, দেশের মানুষের অধিকার রক্ষায়, বিএনপি আন্দোলন করে যাচ্ছে। বিএনপির আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। তাই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আমরা ঘুমিয়ে নেই যে, নতুন করে জাগরিত হব। দেশে বিএনপি আন্দোলন প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। তবে আন্দোলনটি হয়তো সফল হয়নি। কবে সফল হবে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কোনো আন্দোলনই কবে সফল হবে, কেউ বলতে পারে না। আন্দোলন প্রক্রিয়া একটি অধিকার রক্ষার প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে বিএনপি এগিয়ে যাবে। সরকার তাই মরিয়া হয়ে, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গুম, খুন করছে। বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী।
তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। তবু তিনি হাজিরা দিতে যান। কিন্তু সরকার হাজিরার দিন শুধু নেতাকর্মীদের গ্রেফতার করে না, আরও নতুন নতুন মামলা করছে। নেতাকর্মীদের হয়রানি করছে। তারা তাদের কাজ করে যাচ্ছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের দাবী হচ্ছে, এই দেশের মানুষের ভোটাধীকার ফিরিয়ে দেওয়া। তাদের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
পরিচিতি : সাবেক সংসদ সদস্য, বিএনপি
আমাদের সময়.কম