খােলা বাজার২৪। শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮: ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ আখতার ইকবাল, বিজিবিএম, এএফডব্লিউসি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি অত্র প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু উল্লেখযোগ্য রেখেছেন। উন্নয়মূলক কর্মকান্ডের জন্য তিনি কলেজের বিশেষ অবদান রেখে চলেছে।
এর আগে তিনি লালবাগ থানার “শ্রেষ্ঠ অধ্যক্ষ” নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসন ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উদযাপন কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ মহোদয়ের প্রাপ্তিতে রউফিয়ান পরিবার আনন্দিত এবং গর্বিত । এক্স রউফিয়ান স্স্টুডেন্টেস এসোসিয়েশেনের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ মহদোয়কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। ভবিষ্যতে অধ্যক্ষ মহোদয়ের সততা, কর্মচাঞ্চ্যলতা, বিচক্ষন্নতা, দুরদৃষ্টি সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে দেশের শীর্ষ চুঁড়ায় পৌঁছাবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি।