খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: পৃথিবীর সৌরজগৎ ‘মিল্কিওয়ে’র বাইরেও একদল গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার ‘চন্দ্র এক্সরে অবজারভেটরি’ নামে একটি টেলিস্কোপ ব্যবহার করে এ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মিল্কিওয়ের বাইরে অন্য সৌরজগতে গ্রহ আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এ কথা বলা হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে গতকাল এ খবর দিয়েছে। অন্য সৌরজগতে গ্রহ আবিষ্কারের পেছনে আছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিনু দাই এবং পোস্টডক্টরাল গবেষক এদুয়ার্দো গেরাস।
গ্রহ আবিষ্কার প্রসঙ্গে প্রফেসর দাই বলেন, ‘এই আবিষ্কারে আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের সৌরজগতের বাইরে এই প্রথম কেউ গ্রহ আবিষ্কার করল।’ বহিঃসৌরজগতে গ্রহ আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানীরা ‘মাইক্রোলেন্সিং’ নামে জ্যোতির্বিজ্ঞানীয় একটি ঘটনা ব্যবহার করেন। মিল্কিওয়ের বাইরে অন্য সৌরজগতে গ্রহ বা গ্রহাণু রয়েছে এ ব্যাপারে এতদিন পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ ছিল না। তাই প্রফেসর দাই ও তার সহযোগী গেরাসের ওই আবিষ্কার এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে যে সৌরজগতে গ্রহগুলোর সন্ধান পাওয়া গেছে সেটি ৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
উৎসঃ বিডি-প্রতিদিন