খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর ডটকম’। এর রচনা ও নির্দেশনায় রয়েছেন ইফতেখার শুভ।
তিনি বলেন, নাটক সমাজের দর্পণ। এর মাধ্যমেই মানুষ সবকিছু জানতে-বুঝতে পারে। ঠিক-বেঠিকের সংজ্ঞা নিরুপণের পাশাপাশি বিনোদনের খোরাক নেয়। অন্যান্য নির্মাতাদের মত আমিও চেষ্টা করেছি ব্যতিক্রমী কিছু করে সমাজ গঠণে ভূমিকা রাখতে। ‘ব্যাচেলর ডটকম’ তারই ক্ষুদ্র প্রয়াস। তবে কতোটা পেরেছি কিংবা পারছি সেটা আমার থেকে দর্শক-সুধিজনই ভালো বলতে পারবেন।
কাজের ক্ষেত্রে দারুণ সিরিয়াস এই নির্মাতা। শুটিং সেটে তিনি প্রতিটা শর্ট অত্যন্ত নিখুঁতভাবে নেন, যাতে দর্শক সর্বোচ্চ ভালো কাজটাই পায়। এই প্রতিবেদককে শুভ বলেন, দোকানদের যেমন খরিদ্দার লক্ষী, আমাদের কাছে তেমন দর্শক লক্ষী। তাই আমরা নির্মাতারা দর্শককে সর্বোত্তম কাজটা দেয়ার চেষ্টা করি।
এমন কি আছে আপনার ধারাবাহিকে যেটার জন্য দর্শক এটি দেখবে, এমন প্রশ্নের জবাবে নির্মাতা প্রতিবেদককে বলেন, দেখুন ব্যতিক্রম তো অবশ্যই আছে। এটা হলফ করে বলতে পারি। ব্যাচেলরদের জীবনচিত্র নিয়ে নাটকটির কাহিনী। এতে তাদের নানা সমস্যা-ইচ্ছা-চাহিদার কথা উঠে আসবে। যা দর্শক দেখলেই বুঝবেন। এবং সঙ্গে এটাও বলবো, দেখলে হাসতে হবে। এমনকি কাঁদতে হবে শেষ পর্বেও। কারণ ব্যাচেলর লাইফের শুরুটা আনন্দের হলেও শেষটা হয় করুণ।
ইফতেখার শুভর নিজের প্রযোজনায় নির্মিত ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে তৌসিফ, জোভান, নাদিয়া, সিদ্দিক, ফারুক আহম্মেদ, বড়দা মিঠু, বাঁধন, আহম্মেদ রুবেল, আইরিন আফরোজ, জেসিয়া, কচি খন্দকার, জামিল হোসেন, শবনম পারভিন, পীরজাদা হারুন, তমাল, আমিন আজাদ, কাজী উজ্জল প্রমুখ অভিনয় করেছেন।
একুশে টেলিভিশনে প্রতি শনি-রবি-সোমবার রাত সাড়ে আটটায় নাটকটি প্রচারিত হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি প্রচারিত হবে ৪১তম পর্ব। এতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামকে দেখা যাবে।