আবু সালেহ আকন – খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: সাগর-রুনি হত্যা মামলা নিয়ে, আমরাও প্রশ্ন কেন এটির তদন্ত রিপোর্ট প্রকাশ হচ্ছে না। বড় বড় ঘটনার তদন্ত রিপোর্ট জমা হচ্ছে, আসামী গ্রেফতার হচ্ছে বা সনাক্ত হচ্ছে। কিন্তু মাত্র একটি ঘটনার কোনো তদন্তু ভালোভাবে হচ্ছে না। আমরা মনে হয়, এই ঘটনাটিতে এমন কেউ জড়িত আছে, যাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট প্রস্তুত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই হত্যাকাণ্ডের সাথে এমন রাগব বোয়াল জড়িত থাকতে পারে, যাদেরকে হাইড করতে চাচ্ছে তদন্তকারীরা।
যে কারণে মামলাটির তদন্ত প্রতিবেদন বার বার পেছানো হচ্ছে। এটি আমার ব্যক্তিগত ধারনা। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না। দুটি খুনের ঘটনা হয়েছে, এটি সত্য। এটি এড়িয়ে যাওয়ার মতো নয়। কেউ না কেউ তাদের খুন করেছে, এটিও সত্য। এখন প্রশ্ন আসে, কারা খুন করেছে এবং কেন খুন করেছে? এই প্রশ্নটি হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্তকারী সংস্থার কাছে। তদন্তকারী সংস্থার দায়িত্ব হচ্ছে কারা খুন করেছে তাদের খুঁজে বের করা এবং আরও কেউ জড়িত আছে কি-না সেটি বের করা। তারা সব কিছুর ঊর্ধ্বে এটি বিবেচনা করবেন। আমাদের সামনে একটি সঠিক তদন্ত রিপোর্ট দাখিল করবেন, এটি আমাদের প্রত্যাশা।
পরিচিতি : সভাপতি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
-আমাদের সময়.কম