শাহেদা ওবায়েদ – খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন লাগামহীন ঘোড়া। এটা অনেক পুরনো কথা। ঢাকায় বসে থেকে তারা আমেরিকার খরচ বহন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কারণ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি কারিকুলাম মেনে চলে না। ইংলিশ মিডিয়াম স্কুল তুলে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। থাকলে স্কুল খুলতেই পারতো না।
এই সব স্কুলের কোনো নীতিমালা নেই। গ্রাম অঞ্চলের ছাত্ররা মাটিতে বসে পড়ে। আর এখানে পড়তে আনুমানিক ২২ লাখ টাকা গুনতে হয় ক্লাস ওয়ানে। ইংলিশ মিডিয়াম স্কুলে দুই ধরণের শিক্ষক আছে। দেশি ও বিদেশি শিক্ষক। বিদেশি শিক্ষকদেরকে স্কুলগুলো ভালোই বেতন দেয়। কিন্তু দেশি শিক্ষকদেরকে ঠিকমত বেতন দেয় না। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি। এই দেশে তারা এসে স্কুল খোলার অনুমতি কিভাবে পায়? এটি প্রশ্ন থেকে যায়।
পরিচিতি : শিক্ষাবিদ
-আমাদের সময়.কম