Fri. Oct 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, তোমাদের ভাসিটি শুধু সমাজ বিজ্ঞান, অর্থনীতি পড়িয়ে ছেড়ে দিয়েছে। আমি তোমার ভাসির্টিকে চিঠি লিখবো, যাতে যুক্তিবিদ্যা, ইতিহাস, সমাজ কর্মও পড়ানো হয় ।

ডিজিটাল এক্সপো-২০১৭ অনুষ্ঠানে ‘প্রস্তুত হয় আগামীর জন্য’ বিষয়ক আলোচনায় প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, তুমি যদি চিন্তুা করো, ইঞ্জিনিয়ারিং পড়ে শুধু প্রোগ্রামিং শিখবে, তারপর রোবট হয়ে যাবে। এটা সম্ভব না। বর্হিবিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

এরপর অপর এক প্রশ্ন শেষে ওই প্রশ্নকর্তাকে পুরস্কৃত করতে মঞ্চে ডাকা হয়। কিন্তু তার আগেই ভয়ে শিক্ষার্থী স্থানত্যাগ করে।