Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮:  গোপালগঞ্জে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদেরকে শহরের কোয়াডাঙ্গা এলাকার কুটুমবাড়ী কমিউনিটি সেন্টার থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন- খালিদ হাসান(২৮), রাকিবুল ইসলাম(২২), রিফাত হাসান (২০), শরিফুল ইসলাম (২২), শিবলী শেখ(২৪), আবু সাইদ(২৩), নাজমুল হাসান(২৫), লাবলু সরদার(২২) ও আজম(২১)। এদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।

ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ান লিমিটেড নামে অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে তাদেরকে পুলিশ আটক করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান।

তিনি জানান, এরা ট্রেড লাইসেন্সবিহীন অবৈধভাবে এমএলএম ব্যবসার নামে গোপালগঞ্জ জেলার প্রায় ৩’শ তরুণ-তরুণীকে কমিশনের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭শ’ টাকা করে প্রায় ৮ লাখ টাকা আদায় করে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।