খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে উপচার্যপন্থী শিক্ষক কতৃক ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ২ঘন্টা অবরোধ করে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।
সোমবার ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে তারা।
অবরোধ শেষে ‘শিক্ষক সমাজ’র সহ-সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, উপাচার্যের অনুসারী শিক্ষকরা বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ কয়েকজন শিক্ষককে ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে। আমরা উপাচার্যকে এসব হুমকির ব্যাপারে জানিয়েছি। তিনি কোন ব্যবস্থা নেননি। তাই এর প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচী।’
সাবেক উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, সিনেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম বদিয়ার রহমান, মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কবিরুল বাশার, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ হোসনে আরাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪০-৪৫ জন শিক্ষক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।