Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের বেশ কিছু সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

২১ ফেব্রুয়ারি ভোর ৫ টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাত ফেরি উপলক্ষে যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য আজিমপুর কবরস্থান সংলগ্ন কয়েকটি রাস্তায়ও যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। সূত্র: সময় টিভি