Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮:  নওগাঁর বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে বগুড়া থেকে রাজধানী ঢাকাগামী সব কোম্পানির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ। এরপরই বন্ধ করে দেয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো।

সোমবার দিবাগত রাত থেকে শহরের টিকিট কাউন্টারগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

এরআগে গত শনিবার বিকেলে নওগাঁ থেকে সরাসরি ঢাকায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে নওগাঁ ও বগুড়া থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে ৫ দিন যাবৎ নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ৯টি বাস আটকে রেখেছেন। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই ২ পক্ষের মধ্যে আলোচনা চলছিলো। এই ইস্যু নিয়ে গতকাল সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা।

আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। যদিও উত্তরের অন্য জেলা থেকে বগুড়ার মহাসড়কের উপর দিয়ে চলাচল করা বাসগুলো রাত থেকেই ঢাকার পথে নির্বিঘ্নে যাতায়াত করতে দেখা গেছে।