Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮:  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৫০ বছরে পরিচালক পদে একের পর এক বদলি হয়ে বসেছেন ৬৪ জন। বেশিরভাগ পরিচালক মেয়াদ পূর্ণ করতে না পারায় এই হাসপাতাল নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আসছে না বলে মনে করছেন অনেকে। লাগাতারভাবে পরিচালক বদলির কারণে প্রত্যাশিত মানে পৌঁছেনি চিকিৎসা সেবাও।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। যাত্রা শুরুর ৫০ বছরে এই হাসপাতালে পরিচালক পদে বসেছেন ৬৪ জন। গত ১০ বছরেই পরিচালক পরিবর্তন ২৫ বার। অনেকেই ২ দিন, ১৭ দিন, ২২ দিনের জন্যও পরিচালক হয়েছেন। শীর্ষ পদের এমন স্বল্প স্থায়িত্বকে হাসপাতাল পরিচালনার জন্য সমস্যা মনে করছেন খোদ চিকিৎসকেরাই।

হাসপাতাল পরিচালক বলছেন, অনেকে অবসরের আগ মূহুর্তে নিয়োগ পাওয়ায় মেয়াদ পূরণ করতে পারছেন না। তবে নিয়ম মেনেই জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে বলে জানালেন তিনি।

তবে শর্ত পরিবর্তন করে অনেক ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন অনেকে।

চিকিৎসকেরা বলছেন, হাসপাতালের সেবার মান বাড়াতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার বিকল্প নেই। এজন্য শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে মেয়াদের দিকেও নজর দেওয়া জরুরি।