Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: নতুন তিনটি নোকিয়া ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ নোকিয়া ৮ সিরোসো, নোকিয়া ৬ ও নোকিয়া ৭ প্লাস উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যেই বাজারে রয়েছে নোকিয়া ৮। এবার এটির উন্নত সংস্করণ নোকিয়া ৮ সিরোসো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ধাতব বডির বদলে ডিভাইটির ৯৫ শতাংশ কাঁচ দিয়ে মোড়ানো হয়েছে। আর চারপাশ দিয়ে সরু ধাতব ফ্রেম রাখা হয়েছে– খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে বাঁকানো পর্দা এনেছে নোকিয়া। আর বেজেল কমাতে ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সামনে থেকে সরিয়ে পেছনে বসানো হয়েছে।

৫.৫ ইঞ্চির পোলেড পর্দা রয়েছে নোকিয়া ৮ সিরোসো-তে। এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ছয় গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে ডিভাইসটিতে।

পেছনে আগের নোকিয়া ৮-এর মতোই ডুয়াল ক্যামেরা রাখা হয়েছে। এর মধ্যে মূল ক্যামেরাটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল জেইস অপটিক। আর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে।

নতুন এই স্মার্টফোনটির সঙ্গে প্রো ক্যামেরা মোড এনেছে এইচএমডি। আগে নোকিয়া লুমিয়া ডিভাইসে এ ধরনের ক্যামেরা মোড দেখা গেছে।

নোকিয়া ৮ সোরিসো থেকে বাদ দেওয়া হয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ইউএসবি-সি দিয়েই হেডফোন সংযুক্ত করতে হবে ডিভাইসটিতে। ওয়্যারলেস চার্জিং ফিচারও আনা হয়েছে নোকিয়া ৮ সোরিসো-তে।

চলতি বছরের এপ্রিলে বাজারে আসবে নোকিয়া ৮ সোরিসো। ডিভাইস্টির মূল্য বলা হয়েছে ৯২০ মার্কিন ডলার।