Mon. Sep 15th, 2025
Advertisements

 

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: সাশ্রয়ী মূল্যের নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এইচ৭’। ৫.৫ ইঞ্চির এইচডি পর্দার ফোনটিতে ব্যবহৃত হয়েছে ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। 

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, এর আগে গত মাসে ‘প্রিমো জিএইচ৭’ নামের আরেকটি স্মার্টফোন আনে ওয়ালটন। যেটি দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের ফোন। মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের ফোনটি বাজারে আসার পর ব্যাপক ক্রেতাসমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাড়া হয়েছে ‘প্রিমো এইচ৭’ মডেলের স্মার্টফোনটি। 

আকর্ষণীয় ডিজাইনের নতুন ফোনটি মিলছে কালো ও সোনালি এই দুটি ভিন্ন রঙে। দাম মাত্র ৮ হাজার ২৯০ টাকা।

ফাইভ ফিঙ্গার মাল্টি-টাচ সুবিধার এই ফোনে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং মালি-৪০০ গ্রাফিক্স। এর ইন্টারন্যাল স্টোরেজ ৮ গিগাবাইটের, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটি পেছনে ও সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২৮৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। 

ডুয়াল সিমের ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, মাল্টি উইন্ডো, মিরা ভিশন ডিসপ্লে প্রযুক্তি, ব্যাটারি সেভার ইত্যাদি।