Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮:  টেকনাফ স্থলবন্দরে তিনদিন পর শ্রমিক সংকট কাটিয়ে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

গত তিনদিন ধরে আমদানি-রফতানিকৃত সব ধরনের মালামাল ওঠানামা বন্ধ ছিল এ বন্দরে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকার হারিয়েছে দৈনিক রাজস্ব। কাচা জাতীয় দ্রব্য নষ্ট হওয়ার সম্ভবনায় রয়েছেন ব্যবসায়ীরা।

একদিকে রোহিঙ্গা শ্রমিক না আসা অন্যদিকে দেশীয় শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রাখায় এ সংকটের সৃষ্টি হয়েছিল। কিন্তু সংকট কাটানো সম্ভব হওয়ায় মালামাল ওঠানামা শুরু হয়েছে আবার। শনিবার থেকে সোমবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরে মালামাল ওঠানামা বন্ধ থাকার পর মঙ্গলবার তা আবার চালু হয়েছে।

সূত্র জানায়, টেকনাফ স্থলবন্দরে প্রায় ৪শ’র মতো শ্রমিক প্রতিদিন মালামাল ওঠানামানোর কাজ করে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ রোহিঙ্গা শ্রমিক। বন্দরটি একপ্রকার রোহিঙ্গা শ্রমিক নির্ভর।

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে প্রতিদিন চাল, কাঠ, মাছ, বেত, আচার, বরই ও তেতুলসহ বিভিন্ন প্রকার পণ্য আমদানি হয়। দেশ থেকে যায় রড, সিমেন্ট, চুল, ষাড়ের ফেনিক্স, কচ্ছপের খোলস, প্লাস্টিক, এ্যালমোনিয়া ও ইলেক্ট্রনিক্স ইত্যাদি।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, শ্রমিক সংকটের কারণে পণ্য ওঠা নামা বন্ধ ছিল। মঙ্গলবার সংকট কাটিয়ে পুনোরায় কার্যক্রম শুরু হয়েছে।