Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: জেমস বন্ড সিনেমার অন্যতম পরিচালক লুইস গিলবার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

বন্ড সিরিজের প্রযোজক মিকায়েল জি উইলসন এবং বারবারা ব্রোকোলি এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ এই পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

১৯২০ সালে জন্ম নেয়া এই নির্মাতা ১৯৬৭ সালে ‘ইউ অনলি লাইভ টুওয়াইস’ সিনেমার মধ্য দিয়ে বন্ড সিরিজ নিয়ে তার কাজ শুরু করেন। এরপর এ সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনর‍্যাকার’ সিনেমা নির্মাণ করেন। তিনি ‘অ্যালফি’, ‘এডুক্যাটিং রিতা’, ‘কার্ভ হার ন্যাম উইথ প্রাইড’ নামে আরও কয়েকটি সিনেমা করেন। একসময় গিলবার্ট শিশু অভিনেতা হিসেবেও চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৬৭ সালে তার নির্মিত ‘অ্যালফি’ সিনেমাটি অস্কারের জন্য মনোনিত হয়। এ সিনেমায় অভিনয় করে মিকায়েল কেইন বিশ্বজুড়ে তারকা হিসেবে পরিচিতি পান।  ২০০২ সালে তিনি তার শেষ সিনেমা ‘বিফোর ইউ গো’ নির্মাণ করেন।

গুণী এই নির্মাতার মৃত্যু ২৩ ফেব্রুয়ারি হলেও খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে ২৭ ফেব্রুয়ারি রাতে। চলতি সপ্তাহে ফ্রান্সের মোনাকোতে তাকে সমাহিত করা হবে।