Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০২ মার্চ , ২০১৮:  বিশ্বব্যাপী লাইফ স্টাইল ডিজিস বা পরিবর্তিত জীবনযাত্রার দরুন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব রোগের মধ্যে ডায়াবেটেস অন্যতম। বাংলাদেশও এর শিকার। সকাল ও সন্ধ্যায় শহরের পার্ক ও খোলা জায়গাগুলোর দিকে লক্ষ্য করলে এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

পাশের দেশ ভারতও এর ব্যতিক্রম নয়। দেশটিতে এ রোগে আক্রান্তদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অবস্থা এতটাই গভীর যে ভারতকে বলা হয় ‘বিশ্বের ডায়বেটিক রাজধানী’। দেশটিতে ৫ কোটির বেশি মানুষ এ রোগে ভুগছেন।

অস্ট্রেলিয়ান জাতীয় গবেষণা সংস্থা ডায়াবেটেস রোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে। সংস্থাটির গবেষক দল ফাইবার সমৃদ্ধ এক জাতের গমের উন্নয়ন করেছে যা টাইপ ২ ডায়াবেটেস ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

কমনওয়েলথ সায়েনটিফিক অ্যান্ড ইনডাজট্রিয়াল রিসার্চ অরগানাইজেশান (সিএসআইআরও) নামের ওই সংস্থা উদ্ভাবিত গমে সাধারণ গমের তুলনায় ১০ গুন বেশি এমিলোজ থাকে। গবেষক দলের নেতৃত্বে আছেন রেজিনা আহমেদ নামের একজন ভারতীয়। তার মতে, এলিমোজ টাইপ ২ ডায়াবেটেসের বিরুদ্ধে লড়াইয়ে মূল ভূমিকা পালন করে। তাই নতুন এই গম ভারতের জন্য খুবই গুরুত্ত্ব বহন করে।