Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোশরেফা মিশু – খােলা বাজার২৪। রোববার, ০৪ মার্চ, ২০১৮:  বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অদক্ষ। দেশ থেকে যেসব শ্রমিক বিদেশে যাচ্ছে তাদের অর্ধেকের বেশি অদক্ষ। প্রশিক্ষণের আধুনিক সুবিধা এবং পর্যাপ্ত ট্রেনিং সেন্টার না থাকায় বিদেশে পাঠানোর মত দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না দেশে। এছাড়া গ্রাম অঞ্চল থেকে যারা বিদেশে যাচ্ছে তারা অনেকেই প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রে আগ্রহী নয়। বাংলাদেশে কেন দক্ষ শ্রমিক তৈরি করা যাচ্ছে না, তার কারণটা খুবই স্পষ্ট।

দক্ষ করার দায়িত্ব হচ্ছে সরকারের ও শিল্প মালিকদের। কিন্তু আমরা দেখছি যে, সরকারের পক্ষ থেকে সে রকম বড় ধরণের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। শিল্প মালিকরাও কোন উদ্যোগ নিচ্ছে না। সে কারণেই আমাদের শ্রমিকরা অদক্ষ রয়ে গেছে। দেখা যায় যে, শ্রমিকরা কাজে যোগদান করে নিজেদের দায়িত্বে কাজ শিখে অনেক দিন পর তারা দক্ষ হয়।

পরিচিতি : শ্রমিক নেত্রী/মতামত